কানুক বিরহে সুধামুখী জরজর।
রহই না পারই থির।
জনু ঘন শাওন বরিখয়ে ঘন ঘন
ঐছন নয়নক নির।।
সুন্দরি কাহে তুহু ভেলি বিভোর।
তুয়া সম্বাদে অবহি মধুযামিনী
কানু মিলাওব কোর।। ধ্রু।।
কালিন্দীকূলে পরাণ কাহে তেজবি
তাহে সোঁপলি মন দেহ।
সো পুনি পরাণ অধিক করি মানই
শুনতহি মুরছব সেহ।।
ঐছন বচন শুনি পুন আকুল
ঘন ঘন ছাড়ই শ্বাস।
ধনি পরবোধি কানু সঞে মিলল
সহচরি গোবিন্দদাস।।