কানুক দশা শুনি রাই। কাতরে সখি মুখ চাই।।
সহজই মুগধিনি ধনি। মুখে নাহি বোলয়ে বাণী।।
ঐছন ইঙ্গিত পাই। সখিগণ বেশ বনাই।।
জ্ঞানদাস কহে শুন রাই । কানু আছে তুয়া পথ চাই।।
কানুক দশা শুনি রাই। কাতরে সখি মুখ চাই।।
সহজই মুগধিনি ধনি। মুখে নাহি বোলয়ে বাণী।।
ঐছন ইঙ্গিত পাই। সখিগণ বেশ বনাই।।
জ্ঞানদাস কহে শুন রাই । কানু আছে তুয়া পথ চাই।।