কানুক দশমদশা শুনি গোরী।
রোই ফুকরি ধীরজপন ছোড়ি।।
আপন ভাগ বিফল করি মানি।
মুরছি পড়ল মহি গহি সখীপাণি।।
কো ধরু ধিরজ ধনীক মুখ হেরি।
দূতী উপায় বিরচিত উহ বেরি।।
দুহুঁ গলে দুহুঁক মাল লই দেল।
তবহি পরসপর চেতন ভেল।।
দুহুঁ দুহুঁ পরশ পায়ল জনু তায়।
ভেটল কুঞ্জে উলস ভরু গায়।।
ভণ নরহরি কিয়ে প্রেমতরঙ্গ।
সুন্দরী লাজে সঁকুচি রহু অঙ্গ।।