কানুক দরশন ভেল।
সহচরি তুরিতহিঁ গেল
কানু-কথন শুনি ভোরি।
বেশ বনায়লি গোরি।।
প্রিয় সহচরি করি সঙ্গ।
বসনভূষণ করি অঙ্গ
নব নব নাগরি বালা।
যৈছন চান্দকি মালা।।
বাওত কতকত তানে।
কত রস রসে ভাস।
শুনতহি গোবিন্দদাস।।
কানুক দরশন ভেল।
সহচরি তুরিতহিঁ গেল
কানু-কথন শুনি ভোরি।
বেশ বনায়লি গোরি।।
প্রিয় সহচরি করি সঙ্গ।
বসনভূষণ করি অঙ্গ
নব নব নাগরি বালা।
যৈছন চান্দকি মালা।।
বাওত কতকত তানে।
কত রস রসে ভাস।
শুনতহি গোবিন্দদাস।।