কানুঅনুরাগে হৃদয় ভেল কাতর
রহই না পারই গেহে।
গুরুদুরুজনভয় কছু নাহি মানয়ে
চীর নাহি সম্বরু দেহে।।
দেখ দেখ নব অনুরাগক রীত।
ঘন আন্ধিয়ার ভুজগভয় কত শত
তৃণহু না মানয়ে ভীত।।ধ্রু।।
সখিগণ সঙ্গ তেজি চলু একসরি
হেরি সহচরীগণ ধায়।
অদভূত প্রেম- তরঙ্গে তরঙ্গিত
তবহুঁ সঙ্গ নাহি পায়।।
চললি কলাবতি অতিশয় রসভরে
পন্থ বিপথ নাহি মান।
জ্ঞানদাস কহ এহ অপরূপ নহ
মনহি উজোরল কান।।