কানন কুঞ্জে কুসুম পরকাশ
শারি-শুক-পিকু-মধুরিম ভাষ
গুঞ্জত ভ্রমরা ভ্রমরি উতরোল।
মধু-লোভে মাতল আনন্দে ভোল
তাহি গমন করু বিদগধ-রাজ।
রণঝন কিঙ্কিনি নূপুর বাজ।।
ভ্রমি ভ্রমি বৈঠল নিভৃত-নিকুঞ্জে।
শেজ বিছায়ল কিশলয় পুঞ্জে।।
পথ হেরি আকুল বিকল পরাণ।
অবহুঁ না সুন্দরি কয়ল পয়াণ।।
অন্তরে মদন কয়ল পরকাশ।
চৌদিগে হেরত গোবিন্দদাস।।