কাননভ্রমণ নটন দুহুঁ মেলি।
অতিশয় শ্রমযুত দুহুঁ ভৈ গেলি।।
দুহুঁ জন বৈঠল মণিময় কুঞ্জে।
কুসুমশেজ পরে আনন্দপুঞ্জে।।
চামর বীজই কেহ দুহুঁ অঙ্গে।
কোই তাম্বুল দেই প্রেমতরঙ্গে।।
কত কত কৌতুক হাস পরিহাস।
নিরখই আনন্দে উদ্ধব দাস।।
কাননভ্রমণ নটন দুহুঁ মেলি।
অতিশয় শ্রমযুত দুহুঁ ভৈ গেলি।।
দুহুঁ জন বৈঠল মণিময় কুঞ্জে।
কুসুমশেজ পরে আনন্দপুঞ্জে।।
চামর বীজই কেহ দুহুঁ অঙ্গে।
কোই তাম্বুল দেই প্রেমতরঙ্গে।।
কত কত কৌতুক হাস পরিহাস।
নিরখই আনন্দে উদ্ধব দাস।।