কাজর ভ্রমর তিমির জনু তনু-রুচি
নিবসই কুঞ্জ কুটীর।
বাঁশি-নিশাসে মধুর বিষ উগরই
গতি গতি কুটিল সুধীর।।
শুন সজনী কানু সে বরজ-ভুজঙ্গ।।
সো মঝু হৃদয়-চন্দন-রুহে লাগল
ভাগল ধরম-বিহঙ্গ।।
লোচন-কোণে পড়ত যব নাগরি
রহই না পারই থীর।
কুঞ্চিত অরুণ অধরে ধরি পীবই
কুলবতি-বরত-সমীর।।
এক অপরূপ নয়ন-বিষ তাকর
মেটই দশনক দংশে।
ও বিষ-ঔষধ বিষ অবধারল
গোবিন্দদাস পরশংসে।।