কাছিড় কাছিঅ ই বড়ি লাজ বিনু নঞ্চলে ন ছুটএ কাজ।
কাছিঅ জেহে বহাইঅ সেহ তবে সে মিলএ দুলভ নেহ।
সাজনি ঝাঁটে কর অভিসার চোরী পেম সংসারেরি সার।
কিছু ন গুনব পথক সঙ্কা সিনী পলল বৈরি কলঙ্কা।
তোর গতাগত জীবন মোর আসা পলল কন্থাই তোর।
তন্থি পটই লাহুঁ তোহর ঠাম দাহিন বচন…বাম।
তইঅও তন্থিকি তহিঁ পিআরি দূতী কএলএ জনি সিআরি।
নাগরি হসলি দূতী হেরি টুটল বোলব মঅে কত বেরি।
ভন বিদ্যাপতি ই রস জানি রানি লখিমাদেবি রমান।