কহ কথি সাঙরি ঝাঙরি দেহা।
কোন পুরুখ সয়ঁ নয়লি নেহা।।
অধর সুরঙ্গ জনু নিরস পঁঙার।
কোন লুটল তুআ অমিয়া ভাণ্ডার।।
রঙ্গ পয়োধর অতি ভেল গোর।
মাজি ধরল জনু কনয়-কটোর।।
না জাইহ সোপিয়া তহি একগূণে।।
ফেরি আএলি তুহুঁ পুরুবক পূনে।।
কবি বিদ্যাপতি ইহ রস জানে।
রাজা সিবসিংঘ লছিমা পরমানে।।