কহে যদুমণি শুনহ সজনি
রাধা আনিবারে গেলে।
কি শুনি বচন কহ কহ দেখি
সঘনে সঘনে বলে।।
সখী কহে তায় শুন শ্যাম রায়
রাধার বড়ই রোষ।
তুমি গেলে যদি তার মান ঘুচে
আমার কি আছে দোষ।।
সখীর বচনে কমল-নয়ন
আপনি সাজত কান।
বেশ সে সুবেশ অতি মনোহর
ভাঙ্গিতে রাধার মান।।
বাঁধল কুন্তল লোটন সুন্দর
বেড়িয়া মালতীদাম।
তাহার পাশেতে মুকুতার মালা
শোভে অতি অনুপাম।।
নানা আভরণ কঙ্কণ ভূষণ
নিবিড় কিঙ্কিণীজাল।
নীল বসনের ওড়নি সুন্দর
করে বীণা যন্ত্র তাল।।
এক সখী সঙ্গে চলে বেশ ধরি
কেবল একহি রামা।
চলত নাগর বেশ মনোহর
সেই সে মাধবী ধামা।।
নারী-বেশ ধরি চতুর মুরারি
মাধবী তলাতে যায়।
কিবা সে অদ্ভুত দেখল বেকত
দ্বিজ চণ্ডীদাস গায়।।