কহে বাজিকর– “খেলিল বিস্তর
রাজা গেল অন্তঃপুরে ।
গুণীর সম্মান না করিয়া কেন
ত্বরিতে চলিলা ঘরে।।”
এই সব কথা কহে বাজিকর
সবার মাঝারে বসি।
গুণীর গোচরে কহিল সত্বরে
এক সহচরী দাসী।।
“শুন বাজিকর কহিল সত্বর
দেখিতে তোমার খেলা।
অন্তঃপুরে বড় বিষম হইল
এক বৃকভানু বালা।।
তার নাম রাধা সুন্দরী আগাধা
ভুবনমোহিনী রূপে।
তুলনা নাহিক তাহার সুবেশ
দেখিতে চলিলা ভূপে।।”
দাসীর বচন শুনিয়া শুধায়
যত বাজিকর বালা।
“কিরূপ দেখিলে নয়ান গোচরে
কাহার হইল খেলা।।”
“কোন দেব বটে নিশাচর ফুটে
যোগিনী ডাকিনী হয়।”
“কাহার পরশ বুঝিলে কি হেতু
কেমনে দেখিল ভয়।।”
“আনিয়া চেতনী এক গোয়ালিনী
ধরিল নাটীর টান।
নহে দেবঘাত আনের নিঘাত
না পাইল কিছু জ্ঞান।।”
চণ্ডীদাস বলে– দেখিল যেমত
বড়ই দেবের খেলা।
যেমতি দেখিত উঠিল তৈছন
অন্তর-ভিতরে জ্বালা।।