কহু সখি কহু সখি রাতুক রঙ্গ।
কতেক দিবসপর পহুক প্রসঙ্গ।।
কি কহব আহে সখি রাতুক রঙ্গ।
পীঠিদয় সুতলহুঁ মুরখক সঙ্গ।।
বররে জতন ঘর বৈসলহুঁ জায়।
সুতি রহল পহু দীপ মিঝায়।।
আঁচর ওছাএ হমহুঁ সঙ্গ দেল।
জেহোরে জাগল ছল সেহো অঙ্গ গেল।।
ভনাহঁ বিদ্যাপতি সুনু ব্রজনারী।
ধৈরজ ধৈরহু মিলত মুরারি।।