কহিতে লাগিল তবে রাজা পরীক্ষিত।
“কহ কহ মুনিবর, আকর্ষিল চিত।
প্রেমরস কথা শুনি অমৃতের ধারা।
কোন্ প্রয়োজন উক্তি কহ মুনি সারা।।”
“ব্রহ্মবৈবর্ত্তের কথা নৈমিষারণ্যেতে।
গরুড়পুরাণ কথা শুনিলে তুরিতে।।
ষাটি সহস্র মুনি শুনি কহে খগরাজ।
অষ্টাদশ পুরাণ কথা দেখি পাখ-মাঝ।।
বিস্মিত হইলা ব্যাস দেখি পক্ষরাজ।
অষ্টাদশ পুরাণ লেখা পাখের সমাজ।।
গরুড় পুরাণ কথা আর বৈবর্ত্ত।
বিষ্ণুপুরাণ কথা আর শ্রীভাগবত।।
চারিপুরাণ ঘাটি সখা-উক্তি হয়ে।
পূর্ব্বরাগ নবোঢ়ার কথা কহিলে নিশ্চয়ে।।
সুবল-মিলন আর পূর্ব্ব কথা শুনি।
নানা মত পুরাণ কতা রসতত্ত্ব আনি।।
শ্রীভাগবতে আছে সখার গণন।
রাধিকার নামতত্ত্ব পরম কথন।।
বিস্তার না কৈলে ব্যাস রাখিলা গোপনে ।
সাঁটিয়া সকল গ্রন্থ লেখিল যতনে।।”
এ ষট সম্বাদ কথা [ অ ] পূর্ব্ব কথন।
পিক সনে শুক পক্ষ কহেন বচন।।
পিক কহে–“শুনিলাঙ পূর্ব্বরাগ কথা।
সখা-উক্তি নবোঢ়ারস রতিগুণ-গাথা।।
আর কিছু কহ শুক শুনিয়ে শ্রবণে।
অমৃত-বচন-কথা শুনি একমনে।।”
শুক কহে–“শুন পিক আর এক শ্রেণি।
যুগল-মধুর -রস অমিয়ার কণি।।
* * * *
দীন চণ্ডীদাস কহে সমুদ্রের কণি।।