কহিতে কহিতে ধনি মূরছিত ভেল।
ধাই যে সহচরি কোর পর নেল।।
খরতর বহতহি হাহা হুতাশ।
কোই নলিনি-দলে করত বাতাস।।
ঘন ঘন কাঁপই খীণ নিশাস।
সখীগণ অন্তরে পায়ল তরাস।।
রাই জিয়াইতে করু আশোয়াস।
শ্যাম বুঝাইতে চলু গোবিন্দদাস।।
কহিতে কহিতে ধনি মূরছিত ভেল।
ধাই যে সহচরি কোর পর নেল।।
খরতর বহতহি হাহা হুতাশ।
কোই নলিনি-দলে করত বাতাস।।
ঘন ঘন কাঁপই খীণ নিশাস।
সখীগণ অন্তরে পায়ল তরাস।।
রাই জিয়াইতে করু আশোয়াস।
শ্যাম বুঝাইতে চলু গোবিন্দদাস।।