কহিতে কহিতে এ সব কথা।
দ্বিগুণ ভৈগেল অন্তরে বেথা।।
রূপের লাবনি অসীম গুণে।
সোঙরি ধৈরজ না ধরে মনে।।
পুন পুন গোঠগমন লীলা।
কহিতে নয়ন নীরে ভরিলা।।
সখীগণ কহে প্রবোধবাণী।
হেরিয়া উদ্ধব আকুল প্রাণী।।