কহইতে চাহি ন চাহিয়ে পুন হাম
কহিলে বা হোয়ব কী।
দেখি শুনি জিবইতে সাধ নাহি পল এক
মা মা মা ছি ছি ছী।।
সখিহে তোহে কিয়ে দেয়ব দোখ।
জগ মাহা সবজন দোখ হেরি রোখয়ে
এমতি রিপু এহি রোখ।।ধ্রু।।
পীতাম্বর-গলে রমণি-চরণ-তলে
ধরণি লোটায়ত সোই।
ঐছন বুক বদন ফিরি বৈঠলি
ইহ কি সহন মোহে হোই।।
এক দিন এক ঘড়ি এক তিল সুখ নাহি
কেবল কলহ সদাই।
চন্দ্রশেখর কহে ঐছন মন হোয়ে
শমন-সদনে হাম যাই।।