কর যোড়ি কানু কয়ল কত কাকুতি
শ্রবণে সরল ভৈ রাধা।
বিমুখ বদন পুন ফেরি নেহারই
মুদিত উদিত দিঠি আধা।।
নাগর চতুর বুঝিয়া তছু অন্তর
ধাই কয়ল ধনি কোর।
হেরইতে দুহুঁক বদন দুহুঁ ঢর ঢর
দুহুঁক গলয়ে দিঠি লোর।।
ধৈরজ ধরি দুহুঁ দুহুঁ মুখ চুম্বই
গদগদ মধুরিম ভাষ।
চামরবীজন করত সখীগণ
হেরত উদ্ধব দাস।।