করে কুচমণ্ডল রহলিহুঁ গোএ
কমলে কনক-গিরি ঝাঁপি ন হোএ।।
হরখ সহিত হেরলহ্নি মুখ-কাঁতি।
পুলকিত তনু মোর ধর কত ভাঁতি।।
তখনে হরল হরি অঞ্চল মোর।।
রস ভরে সসরু কসনিকের ডোর।।
সপনা একি সখি দেখল মোয়ঁ আজ
তখনুক কৌতুক কহইতে লাজ।।
আনন্দে নোরে নয়ন ভরি গেল।
পেমক আঁকুরে পল্লব দেল।।
ভনই বিদ্যাপতি সপনা সরূপ।
রস বুঝ রূপনরায়ন ভূপ।।