করি কুসুম-শেজ তুয়া সঙ্গ-সুখ লালসে
বিজন-বনে বৈঠি বর-রামা।
তুহারি লাগি যতন করি কুসুম তুলি কামিনি
নিজহি করে রচন করু দামা।।
মাধব সো ধনি বিলম্ব হেরি তোর।
চকিত চারু-লোচনে নিরখি নিজ সম্মুখে
তমাল-তরু তাহে করু কোর।।ধ্রু।।
মলয়-গিরি শীতল পরিমলে বিষ মানই
শশি-কিরণ বহ্নি বলি জানে।
কোকিল-কুল-শবদ শুনি মুদিত দুহুঁ লোচনে
বজর বলি হাত দেই কাণে।।
অতএ তুহুঁ তুরিত করি চলহ রতি-মন্দিরে
সফল কর শেজ দুহুঁ মেলি।
শশি-শেখর তপত-আঁখি শীতল হব তৈখনে
নিরখি তুয়া সঙ্গে তছু কেলি।।