করিলেন মহাপ্রভু শিখার মুণ্ডন।
শিখা সোঙরিয়া কাদেঁ ভাগবতগণ।।
কেহ বলে সে সুন্দর চাঁচর চিকুরে।
আর মালা গাঁথিয়া কি না দিব উপরে।।
কেহ বলে না দেখিয়া সে কেশ বন্ধন।
কি মতে রহিবে এই পাপিষ্ঠ জীবন।।
সে কেশের দিব্য গন্ধ না লইব আর।
এত বলি শিরে কর হানয়ে অপার।।
কেহ বলে সে সুন্দর কেশে আরবার।
আমলকী দিয়া কি করিব সংস্কার।।
হরি হরি বলি কেহ কাঁদে উচ্চস্বরে।
ডুবিলেন ভক্তগণ দুঃখের সাগরে।।
শ্রীচৈতন্য নিত্যানন্দচাঁদ পহু জান।
বৃন্দাবন দাস তছু পদযুগ গান।।