কপট দানের ছলে দান সিরজিয়া।
ঘট পাতি বসিয়া রৈয়াছে বিনোদিয়া।।
বড়াই দেখিয়া কহে বচন চাতুরী।
কার ঘরের বধূ লৈয়া যাও সঙ্গে করি।।
এ রূপ যৌবনে কোথা লৈয়া যাও বধূ।
না জানি অন্তরে উহার কত আছে মধু।।
সুকোমল চরণ ভঙ্গিমা শোভা অতি।
এ বেশে বাহির করে কেমন বা পতি।।
বড়াই কহে এত কথা কিবা প্রয়োজন।
যেখানে সেখানে কেন না করি গমন।।
পর-বধূ প্রশংসিয়া তোমার কি কাজ।
ঘনায়্যা আসিছ কাছে নাহি বাস লাজ।।
তোর পিতা নন্দরায় পরম উদার।
তাহার তনয় হৈয়্যা হেন ব্যবহার।।
এই পথ দিয়া মোরা যাই মথুরাতে।
পথেতে বিরোধ কর কুলবধূ সাথে।।
চাতুরী না কর কানাই চতুর সিয়ান।
কংস রাজা শুনিলে লইবে জাতি প্রাণ।।
বংশীবদনে বোলে কি কাজ তোমার।
আমরা যাইব সবে হাটে মথুরার।।