কপটকো কন্দ সো যদুনন্দন
হামারি গুপত রতিকান্ত।
অবইতে যামিনী কো গজগামিনী
আগে আগোরল পন্থ।।
সজনি! কাহে বনায়লুঁ বেশ।
কুসুমকো শেজ সাজি নিশি জাগরি
অরুণ উদয় অবশেষ।।
কত কত মরম বেয়াধি সমাধব
ধরণী-শয়ন করি সেবা।
চঢ়ল মনোরথ ঐছে না ছোড়ত
নিকরুণ মনমথ-দেবা।।
ফুল-শরে জীব রহত কি যাওত
পড়ি রহু প্রেমকো পঙ্কা।
গোবিন্দদাস কহ কানুকো পিরীতি নহ
কেবল যুবতী-কলঙ্কা।।