কনক মুকুরে আপন মুখ হেরি।
সহচরি আগে কহই বেরি বেরি।।
রিঝায়র নাগর করি অনুমান।
বিলসব কুঞ্জে আজু কুসুম-শয়ান।।
উচ কুচ হেরই নয়ন সুবঙ্ক।
উর পর লেপব চন্দনপঙ্ক।।
আয়ব কন্ত পূরব অভিলাষ।
পুন পুন নিবেদয়ে গোবিন্দদাস।।
কনক মুকুরে আপন মুখ হেরি।
সহচরি আগে কহই বেরি বেরি।।
রিঝায়র নাগর করি অনুমান।
বিলসব কুঞ্জে আজু কুসুম-শয়ান।।
উচ কুচ হেরই নয়ন সুবঙ্ক।
উর পর লেপব চন্দনপঙ্ক।।
আয়ব কন্ত পূরব অভিলাষ।
পুন পুন নিবেদয়ে গোবিন্দদাস।।