কনক ভূধর গরব গঞ্জন
মঞ্জু গৌর শরীর।
ভাবে গর গর মরম কি বুঝব
বিজুরী জিনিয়ে অথির।।
শরদ বিধু মদ কদন বিধু মুখে
গদত গদগদ বাত।
নিরখি মাধব- তনয়ে অভিনব
ভঙ্গি ভণই ন যাত।।
সুঘর পরিকর করত কীর্ত্তন
শ্রবণে ঘন ঘন মাতি।
বঞ্চে গহি মহী পঙ্ক করু ঝরু
অরুণ দিঠি দিন রাতি।।
প্রেমধনে ধনী কয়ল কলি-হতে
রহল নাহি দুঃখ লেশ।
দাস নরহরি পঁহুক নব নব
সুযশে ভরু সব দেশ।।