কনক বরণ করিয়া মনে।
ভ্রমই মাধব গহনবনে।।
হিমকর হেরি মুরছি পড়ি।
ধূলায় ধূসর যাওত গড়ি।।
“অপরাথী আমি কোথায় যাব।
রাই সুধামুখী কেমনে পাব।।”
এতেক কহিতে মিললি রাই।
চণ্ডীদাস তব্ জীবন পায়।।
কনক বরণ করিয়া মনে।
ভ্রমই মাধব গহনবনে।।
হিমকর হেরি মুরছি পড়ি।
ধূলায় ধূসর যাওত গড়ি।।
“অপরাথী আমি কোথায় যাব।
রাই সুধামুখী কেমনে পাব।।”
এতেক কহিতে মিললি রাই।
চণ্ডীদাস তব্ জীবন পায়।।