কনক বরণ করিয়া মনে।
ভ্রমই মাধব গহন বনে।।
হিমকর হেরি মূরছি পড়ি।
ধূলায় ধূসর যাওত পড়ি।।
“অপরাধী আমি কোথায় যাব।
রাই সুধামুখী কেমনে পাব।।”
এতেক কহিলে মিললি রাই।
চণ্ডীদাস তবে জীবন পায়।।