কনক চম্পক গোরাচাঁদে।
ভূমিতে পড়িয়া কেন কাঁদে।।
ক্ষণে উঠে কহে হরি হরি।
কে করিল আমারে বাউরী।।
আজানুলম্বিত বাহু তুলি।
বিধিরে পাড়েয় সদা গালি।।
কহে ধিক বিধির বিধানে।
এমত জোটন করে কেনে।।
কোন ভাবে কয় গোরা রায়।।
নরহরি শুধায়া বেড়ায়।।
কনক চম্পক গোরাচাঁদে।
ভূমিতে পড়িয়া কেন কাঁদে।।
ক্ষণে উঠে কহে হরি হরি।
কে করিল আমারে বাউরী।।
আজানুলম্বিত বাহু তুলি।
বিধিরে পাড়েয় সদা গালি।।
কহে ধিক বিধির বিধানে।
এমত জোটন করে কেনে।।
কোন ভাবে কয় গোরা রায়।।
নরহরি শুধায়া বেড়ায়।।