কদম্বমূল মণ্ডপে হরি।
নবীন নারী সঙ্গেতে করি।।
সুরম্য নর্ম্ম নির্জ্জন বনে।
বিরাজিত ব্রজাঙ্গনা সনে।।
শ্রীনন্দ-রাজ-নন্দন রমে।
বৃষভানু-রাজ-নন্দিনী বামে।।
কিশোরী নব্য যৌবনী বরা।
নীলরাগ-অম্বর-ধরা।।
প্রফুল্ল হেম পঙ্কজ কিয়ে।
ঘুমন্ত ভৃঙ্গ মাধুরী পিয়ে।।
নবীন নীরদ যেন বিধু।
গোবিন্দদাস পিবই মধু।।