কত পরকারে তঁহি পরিচয় দেল।
হেরইতে মুখশশি দুখ দুরে গেল।।
সহচরিগণ সব চমকিত ভেল।
সজল নয়ানে আলিঙ্গন কেল।।
আঁচরে মোছায়ত নয়নক লোর।
যতনহি দৃঢ় করি দুহুঁ করু কোর।।
কোই সখি দেওত চামরক বায়।
গোবিন্দদাসিয়া দুহুঁক গুণ গায়।।
কত পরকারে তঁহি পরিচয় দেল।
হেরইতে মুখশশি দুখ দুরে গেল।।
সহচরিগণ সব চমকিত ভেল।
সজল নয়ানে আলিঙ্গন কেল।।
আঁচরে মোছায়ত নয়নক লোর।
যতনহি দৃঢ় করি দুহুঁ করু কোর।।
কোই সখি দেওত চামরক বায়।
গোবিন্দদাসিয়া দুহুঁক গুণ গায়।।