কত পন্থ কুল অন্ত নাই। চৌদিকে করিল ঘোর, পন্থের না পাইলাম ওর,
ওরে বিবাদে লাগিল কাল দেবা রে।।
কহে সয়ৈদ সুলতানে, নৌকাকানি আনিলাম পানে, না করিলাম কোন ব্যবহার।
আগেপাছে না শুনিলাম, মায়াজলে বন্দী হৈলাম, ওরে জিজ্ঞাসিলে কিদিব উত্তর ।।
কত পন্থ কুল অন্ত নাই। চৌদিকে করিল ঘোর, পন্থের না পাইলাম ওর,
ওরে বিবাদে লাগিল কাল দেবা রে।।
কহে সয়ৈদ সুলতানে, নৌকাকানি আনিলাম পানে, না করিলাম কোন ব্যবহার।
আগেপাছে না শুনিলাম, মায়াজলে বন্দী হৈলাম, ওরে জিজ্ঞাসিলে কিদিব উত্তর ।।