কক্খটি বচন রচন শুনি সচকিত
দুহুঁচিতে ভৈ গেল তরাস।
নিরমিত বেশ পুনহি ভেল বিচলিত
খলিত কেশ পট-বাস।।
ভরমহি কানুক পীত বসন লেই
সুন্দরি ঝাঁপল অঙ্গ।
রাইক ওঢ়নি লেই সুনাগর
চলু সব সহচরি সঙ্গ।।
সহজই সঙ্গ-ভঙ্গে অতি আকুল
ঝাঁপল দুহুঁ দিঠি নীর।
তাহে গুরুজনভিতে শঙ্কাকুলচিতে
না চিহ্নয়ে নিজ চীর।।
দুহুঁ জন অতিশয় বিরহে বেয়াকুল
সজল নয়নে তহিঁ চায়।
উদ্ধবদাস ভণ অরুণ কিরণ হেরি
সহচরি পালটি না চায়।।