কংসের পীরিতে দিন গেল ওলো সজনী নন্দের ভজনে দিন গেল।
কল্মা পড় কল্মা দড় শুনিতে মধুর, কল্মার অন্তরের ধন আছে বহু দূর।
নমাজ পড় রোজা রাখ জগতে মাশুর, নমাজ মেরাজ হনে আমি রৈনু দূর।
না ভজিলাম পীর মুর্শিদ না চেন্লাম আমান, ছখরাত দুষমণ ঘাটে লুটিব ঈমান।
অন্ধকার ধন্ধকার গোরের মাঝারে, মনকীর নকীর যাবে ছুয়ালের তরে।
কেনরে অবোধ মন রহিলে বসিয়ে, মায়ার বেড়ী পা রাখিয়ে দিনুত গেল গয়ে।
জহুর বলে ছাড়ে দাও নন্দের বাসর, নামে প্রেমে মাখাইলে তরিবে হাশর।