ও যারে দেইখা নয়ন ভুইলা গেছে প্রাণ দেওয়ার কি বাকি আছে।
ও দয়াল অমায় কান্দাও পথে পথে, ও তোমার কানতে হবে ভক্তের সাথে।।
আবার জগাই মাধাই পাপী ছিল তাকে প্রভু দয়া হইল,
কত লোভী পাপী তইরা গেল তাই লালন বল্তেছে।
ও যারে দেইখা নয়ন ভুইলা গেছে প্রাণ দেওয়ার কি বাকি আছে।
ও দয়াল অমায় কান্দাও পথে পথে, ও তোমার কানতে হবে ভক্তের সাথে।।
আবার জগাই মাধাই পাপী ছিল তাকে প্রভু দয়া হইল,
কত লোভী পাপী তইরা গেল তাই লালন বল্তেছে।