ও নব নাগর রসের আগর
আগোর সকল গুণে ।
সো সব চরিত আদর পিরীত
ঝুরিয়া মরি যে মনে।।
পিরীতি বল কত না ছল
সে কি নাশে আকুতি সাধে।
মান নাশিয়া মধুর ভাখিয়া
হাসিয়া মরম বাঁধে।।
সে মোর কোলেতে করিয়া ভাবিয়া
বদনে বদন দিয়া।
মধুর চুম্বিয়া বিধু বিডম্বিয়া
পরাণ লইল পিয়া।।
ও দিঠি চাতুরী মুখের মাধুরী
লহরী কত বা আর।
এ সুখ শুনিতে ঝুরিয়া মরয়ে
দাস গোবিন্দ ছার।।