ও ধন যাদুরে, ও ধন বাছা, ও তোর মায়ে তোরে ডাকে রে, ধন যাদু রে।।
আর ছিকা কেনে লড়ে রে বাছা, লনী খাইল কুনে।
হায় রে, আমি তো না খাইছি মাও গো, খাইছে তোর বিলাইয়ে।।
আর এত বয়সের যাদু রে মণি, মিছা শিখলে কই।
হায় রে, সব লনী খাইয়া বল না খাইয়াছ দই।।
আর এক্ত-ব্যক্ত মনরে, ত্যক্ত যাদু রইল রে বসিয়া।
হায় রে, হস্তে বাড়ি লইয়া গো মায়ে নিল খেদাড়িয়া।।
আর হস্তে বাড়ি লইয়া রে মায়ে নিল খেদাইয়া।
হায় রে, লফ্ফি মারি উঠে রে যাদু কদম ডাল বাইয়া।।
আর ফালাইলাম হস্তেরি বাড়ি যাদব, ধীরে লাম আইয়া।
ওয়রে, চিকনি কদম্বের ডাল পড়িবায় ভাঙ্গিয়া।।
আর দারুণেরই দারুণ হস্ত মুখের কাল-সুর।
হায় রে, এককুয়া লনীর লাগিয়া যাদব গেল দূর।।
আর রাখালেরই গোরু গো রাখা অনে আর বনে।
ওয় রে, আজুকুয়ার ধেনু গো মারি রউকা যে বান্ধনে।।
আর কাঙ্খে কলসী লইয়া মায়ে যমুনাতে যায়;
হায় রে, সুবর্ণের কলসীয়ে মায়ের গড়াগড়ি খায়।।
আর কিনা বুলি বুল্লে, রে বাছা কি না লইল মনে।
হায় রে, আজুকুয়ার ধেনু আমার রইতা যে বান্ধনে।।
আর দশমাস দশরে দিন উদরে রাখিয়া
হায় রে, হেন কথা কইল যাদু কার পানে চাইয়া।
আর ছইফা ফকিরে বলে–লনীর তছদ্দুক।
হায় রে, হারাইয়া চান্দমণি বুকে রইল দুখ।।