ও চাঁদমুখের মধুর হাসনি
সদাই মরমে জাগে।
মুখ তুলি যদি ফিরিয়া না চাহ
আমার শপথি লাগে।।
রামা হে ক্ষম অপরাধ মোর।
মদনবেদন না যায় সহন
শরণ লইলুঁ তোর।।ধ্রু।।
তোমার অঙ্গের পরশে আমার
চিরজীবী হউ তনু।
জপতপ তুহুঁ সকলি আমার
করের মোহন বেণু।।
দেহ গেহ সার সকলি আমার
তুমি সে নয়ানতারা।
তিল আধ আমি তোমা না দেখিলে
সব বাসি আন্ধিয়ারা।।
এত পরিহার করিয়ে তোমারে
মনে না ভাবিহ আন।
কবজ লিখিয়া লেহ যে আমার
দাস করি অভিমান।।
জ্ঞানদাস কহে শুনহ সুন্দরি
এ কোন ভাব-যুগতি।
কানু সে কাতর সদয় হইয়া
কেন না কর প্রতীতি।।