ওরে সখিরে ! ও প্রাণ গো সখিরে– যার জ্বালা সে জানে,
তোর হইলে বাঁচতি না প্রাণে।
সখিরে, ঐ শ্যাম বন্ধুর কথা যখন পড়ে মনে,
আমি ঘরে রইতে পারি না সখি,
ও আমার ছট্‌বট্‌ ছট্‌বট্ করে গো প্রাণে।।
সখিরে, সকালে জল ভরিতে এলাম সুরধুনীর ঘাটে,
ও কালো রূপ দেখিয়া ভুলিয়া রইলাম।
তাই লালন বলে–ও কালো কি মোহিনীর মন্ত্র জানে।।