ওরে ঠিক কইরা ধইরো ছিপের গোড়া–
শক্ত কইরা ধইরো ছিপ, ও যেন হয় না নড়া চড়া।
বর্শী বাইস চণ্ডীদাস ও রজকিনীর পুরে আশক কেও না কারে ছাড়া,
তারা এক মরণে দুইজন মরে–মরবি আজ তোরা।
অধীন লালন ভেইবা বলে–শোনরে কিনু বলি তোরে,
আমি বিনয় করি বলছি তারে, হই না যেন
ফটিক চান্দের চরণ বরে।