ওগো সামান্যে কি সেই অধর চাঁদকে পাবে।
যার লেগে হল যোগী দেবের দেব মহাদেবে।।
ভাব জেনে ভাব না দিলে তখন, বৃথা যাবে সেই ভক্তি-ভজন।
বাঞ্ছা যদি হয় সে চরণ ভাব দে না সে ভাবে।।
যে ভাবে সব গোপিনী তারা, হয়েছিল পাগল পারা,
চরণ ফেলে তেমনি ধারা ভাব দিতে তাই হবে।।
নিহেতু ভজন গোপীকার, তাইতে সদায় বাঁধা নটবর।
লালন বলে, মন রে তোমার মরণ ভব-লোভে ।।