ঐ গোরা কি শুধুই গোরা। আছে রাধা-রূপে রসান করা।।
তামাতে সোনা হল করিলে চিনে নেওয়া কি কঠিন বলে;
এমনি রাধার অঙ্গ অঙ্গ পরশিলে তাইতে কাল রূপে গৌর রূপের পারা।।
আহা মরি মরি, এ কি রে ভাব অন্য, অন্তরে কাল রূপ বাহিরে গৌরাঙ্গ;
গোরা পেয়েছিল ভাল ভাবিনীর সঙ্গ তাইতে রূপে রূপ ব্যেপে রেখেছে ধরা।।
গোরার ভাব বুঝিতে পারে কে এমন ছিল পুরুষ করল নারীর বেশ ধারণ,
গুরু অনুসারে কহিছে লালন, আছে শতদলে ভাব নিহারা।।