ঐছন রমণী মুরলী শুনিয়া
আকুল হইয়া চিতে।
নিজ বেশ করে মনের সহিতে
শুনিয়া মুরলী গীতে।।
রসের আবেশে পদ-আভরণ
কেহ বা পরিল গলে।
গলা আভরণ কোন ব্রজরামা
পরিছে চরণে ভালে।।
বাহর ভূষণ কনক-কঙ্কণ
পরিল হৃদয়মাঝে।
হিয়ার ভূষণ পরিছে যতন
কটিতে ভূষণ সাজে।।
কেহ বা পরিল একহি কুণ্ডল
শোভই একহি কাণে।
ঐছন চলল বরজ-রমণী
ধৈরজ নাহিক মানে।।
এক করে পরে কনক-কঙ্কণ
সিন্দুর পরল ভালে।
কোন জন পরে নয়নে অঞ্জন
একহি নয়ন চালে।।
নান আভরণ পরে কোন্খানে
তাহা সে নাহিক জানে।
আবেশে রমণী গমন করল
সেই বৃন্দাবন পানে।।
কেহ নবরামা বসন ভূষণ
উলট করিয়া পরে।
চণ্ডীদাস কহে আহীর-রমণী
চলিয়া যাইতে নারে।।