এ হরি মাধব কি কহব তোয়।
অবলা বল কএ মহত ন হোয়।।
কেস উধসল টুটল হার।
নখঘাতে বিদারল পয়োধর-ভার ।।
দসনহিঁ দংসল তুহু বনমারি।
সিরিস-কুসুম হেরি কমলিনি নারি।।
ভনই বিদ্যাপতি সুনু বর নারি।
আগিক দহনে আগি প্রতিকারি।।
এ হরি মাধব কি কহব তোয়।
অবলা বল কএ মহত ন হোয়।।
কেস উধসল টুটল হার।
নখঘাতে বিদারল পয়োধর-ভার ।।
দসনহিঁ দংসল তুহু বনমারি।
সিরিস-কুসুম হেরি কমলিনি নারি।।
ভনই বিদ্যাপতি সুনু বর নারি।
আগিক দহনে আগি প্রতিকারি।।