এ হরি মাধব কর অবধান।
নিদানে বেয়াধি ঔষধে কিবা কাম।।
আঁধিয়ারি রাতি উজোর করে যোই।
দিবসক চাঁদ পুছত নাহি কোই।।
দরপণ লেই কি করব আন্ধে।
শফরী পলায়ব কি করব বান্ধে।।
সায়র শুকায়ল কি করব নীরে।
হাম অধীরা তুয়া কি করব ধীরে।।
কা করব বন্ধুগণ বিধি ভেল বাম।
নিশি পরভাতে আওলি ঘনশ্যাম।।
তরণীরমণে ভণ ঐছন রঙ্গ।
রজনী গোঙায়লি কাকর সঙ্গ।।