এ হরি এ হরি জগভরি লাজ।।
তোহে নাহি সমুঝিয়ে ঐছন কাজ।।
রূপে গুণে কুলশীলে কলাবতী নারী।
কাঞ্চন-কাঁতি বরণ ভেল কারি।।
বুঝই না পারিয়ে বয়ানক বোল।
কণ্ঠ গতাগতি জীবন ডোল।।
কেহো কেহো রাইকে কোরে আগোর।
কেহো জল দেই কেহো চামর ডোর।।
কত পরবোধব মরম না জানি।
লিখন লিখায় যৈছে পানিক পানি।।
আর কত কত ধনি অবিরত রোই।
অনুগত বিরহ কত বুঝই না হোই।।
যব তনু তেজব তুয়া অনুরাগী।
জ্ঞানদাস কহ তুহুঁ বধভাগী।।