এ সুবদনি তুয়া কি মধুর নাম।
শুনইতে আধ অথির ঘনশ্যাম।।
ভণইতে চপল উলস নহু ছোটি।
মাগই বিহিক বয়ন কত কোটি।।
বিসরল মুরলী আলাপন রীত।
পেখল তিলে তিলে ভেল বিপরীত।।
নরহরি কত পরবোধই তায়।
তোহারি পরশ তছু জীবন উপায়।।
এ সুবদনি তুয়া কি মধুর নাম।
শুনইতে আধ অথির ঘনশ্যাম।।
ভণইতে চপল উলস নহু ছোটি।
মাগই বিহিক বয়ন কত কোটি।।
বিসরল মুরলী আলাপন রীত।
পেখল তিলে তিলে ভেল বিপরীত।।
নরহরি কত পরবোধই তায়।
তোহারি পরশ তছু জীবন উপায়।।