এ সখি রমণি শিরোমণি রাই।
নিরমল প্রেম জলধি অবগাই।।
তিল এক ধৈরয ধরহ বিচারি।
সো অব মিলব রসিক বনমালী।।
এত কহি সহচরি চললি তুরন্ত।
বকুলতলে যহি সো রতিকান্ত।।
ঝামর আনন বিরহ অমন্দ।
চান্দনি বিনু জনু দিবস কো চন্দ।।
কহে হরিবল্লভ অব দুখ গেল।
যব সখী যামিনী পরবেশ ভেল।।