এ সখি মঝু বোলে কর অবধান।
রাই দরশ বিনে না রহে পরাণ।।
তুহুঁ অতি চতুরিণি কি কহব হাম।
ঐছে করহ যৈছে সিধি হয়ে কাম।।
বহুত যতন করি বুঝায়বি তায়।
নহে পরবোধবি ধরি তছু পায়।।
ইথে যদি তুয়া বোল না শুনই রাই।
ইহ কেশ তৃণ দিয়া পড়বি লোটাই।।
সো রঙ্গিণি যদি তেজই মান।
নিচয়ে জানিহ তুয়া অনুগত কান।।
বংশীবদনে কহ পূরব আশ।
চলল দোতি তব রাইক পাশ।।