এ সখি কাহে কহসি অনুজোগে।
কানুসে অবহি করবি প্রেমভোগ।।
কোরে লেয়ব সখি তুহুঁক পিয়া।
হম চললঁ তুহুঁ থির কর হিয়া।।
এত কহি কানু পাসে মিলল সে সখী।
প্রেমক রীত কহল সব দুখী।।
সুনতহি কানু মিলল ধনি পাস।
বিদ্যাপতি কহ অধিক উলাস।।