এ সখি এ সখি কি কহব হাম।
পিয়া মোর বিদগধ বিহি মোরে বাম।।
কত দুখে আওল পিয়া মঝু লাগি।
দারুন সাস রহল তঁহি জাগি।।
ঘরে মোর আধিয়ার কি কহব সখি।
পাসে লাগল পিয়া কিছুই ন দেখি।।
চিত মোর ধসধস কহ ন পাই।
এ বড় মন দুখ রহু চিরথাই।।
বিদ্যাপতি কহ তুঁহু অগেয়ানি।
পিয়া হিয় করি কাহে ন ফেরি বয়ানি।।